অগ্নিকাণ্ডে নিঃস্ব জগন্নাথপুরের তিন ব্যবসায়ী

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছেন। অগ্নিকাণ্ডের ক্ষতি পুষিয়ে আবার ঘুরে দাঁড়ানোর চিন্তায় তারা চিন্তিত। ব্যবসায়ীরা ব্যাংকের লোন ও মহাজনের টাকা পরিশোধের দুচিন্তায় ভুগছেন।
জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীরা জানান, গত ১৫ ফেব্রুয়ারি জগন্নাথপুর বাজারের ডাকবাংলো সেতুর মুখে একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মান্না ভেরাইটিজ স্টোর (তীর তেল ও মার্কস দুধের ডিলার) প্রদীপ দে এর দোকান ও সৌমি এন্টারপ্রাইজের মালিক রূপম ভট্টাচার্যে্যর ইলেকট্রনিকস দোকান ও রিয়া ট্রেডার্সের মালিক প্রতাপ দাসের কৃষি পণ্য সামগ্রীর দোকান পুড়ে সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
রিয়া ট্রেডার্সের মালিক প্রতাপ রঞ্জন দাস জানান, ব্যাংক থেকে লোন নিয়ে দোকানে মাল তুলেছিলাম। আগুনে আমার সব শেষ করে দিয়েছে এখন আমি কি করব ভাবতে পারছি না। তার ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
সৌমি এন্টারপ্রাইজের মালিক রূপম ভর্টাাচার্য্য জানান আগুনে তার ৬০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এত বড় ক্ষতি কি করে পোষাব এ চিন্তায় দিশেহারা। আগুন লাগার দুই দিন আগে ব্যাংক থেকে লোন নিয়ে মালামাল আনেন বলে তিনি দাবি করেন।
মান্না এন্টারপ্রাইজের মালিক প্রদীপ দে জানান, আগুনে এক কোটি ৭০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কি করে ঘুরে দাঁড়াব ভেবে পাচ্ছি না।
জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন বলেন, আগুনে তিন ব্যবসায়ীকে পথে বসিয়ে দিয়েছে। পাশাপাশি তিন দোকানে খুচরা ও পাইকারি মালামাল বিক্রির পাশাপাশি প্রচুর মালামাল মজুদ ছিল।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে ব্যবসায়ীরা থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন।