অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা

সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রেজাউল করিম।
সুনামগঞ্জ অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক সাফাত উল হক চৌধুরী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা (অ.দ.) ডা. তানজিন হক।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রেজাউল করিম সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি প্রীতিভূষণ চক্রবর্তী, অভিভাবক প্রতিনিধি মোহাম্মাৎ মহিমা আক্তার। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. আল আমিন। অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেসবিজ্ঞপ্তি