অতিরিক্ত আলোকসজ্জা করা যাবে না

স্টাফ রিপোর্টার
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শারদীয় দুর্গোৎসবে অতিরিক্ত আলোকসজ্জা করা যাবে না। স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে পূজা উদযাপন করতে হবে। গুজবের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। পূজাকে কেন্দ্র করে গুজবে কান দেয়া যাবে না। প্রয়োজনে জেলা প্রশাসন অথবা পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করতে হবে। এজন্য পূজা উদযাপন পরিষদ ও সকল পূজা কমিটিকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে। কন্ট্রেল রুমও থাকবে। প্রতিটি মন্ডপে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা যাতায়াত পথ রাখতে হবে।
বৃহস্পতিবার আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী এবং নৈশ্য প্রহরী রাখতে হবে। আজান ও নামাজের সময় শব্দের ব্যবহার সীমিত রাখা এবং যে কোনো অনাকাক্সিক্ষত ঘটনা রোধে মন্ডপ কর্তৃপক্ষকে স্থানীয় প্রশাসনের সহযোগীতা নেওয়ার পরামর্শ দেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখর সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বনিক, শিক্ষাবিদ যোগেশ্বর দাশ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ সহ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক।
আগামী ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এ বছর ৪৩২টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। গত বছর জেলায় ৪১৯টি ম-পে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছিল। এবার পূজা মন্ডপ বেড়েছে ১৩টি।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আ্যাডভোকেট বিমান কান্তি রায় বলেন, সাত্ত্বিকভাবে পূজার কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। এছাড়াও সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা উদযাপনে সকল সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়েছে।