অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে উন্নত স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তন স্থিতিস্থাপকতা নারী ও কিশোরীদের নেতৃত্বের অগ্রগতি বিষয়ক উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে এফআইভিডিপি দিশারি প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দীপঙ্কর দে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ।