অ্যাডভোকেট এনাম আহমদ
সিনিয়র আইনজীবী, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট লেখক-গবেষক, বর্ষিয়ান সাংবাদিক আবু আলী মো: সাজ্জাদ হোসাইনের আইন পেশায় ৫০ বছর পূর্তি হয়েছে। তিনি ১৯৭৩ সালের ৩০ জানুয়ারি বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত হয়ে আইনপেশায় যোগদান করেন। তিনি দীর্ঘদিন সরকারি কৌশলী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সুনামগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে এবং আরও একাধিক বিষয়ে একাধিক গবেষণামূলক গ্রন্থের রচয়িতা তিনি। দীর্ঘদিন যাবৎ তিনি সাংবাদিকতার সাথে যুক্ত আছেন। ১৯৬৭ সালে দৈনিক পয়গান পত্রিকার নিজস্ব সংবাদদাতা হিসেবে সাংবাদিকতায় হাতেখড়ি হয় তাঁর। এছাড়া সাপ্তাহিক ও দৈনিক দৈনিক পূর্বদেশ, দৈনিক বাংলায় কাজ করেছেন তিনি। ১৯৭২ সালে আব্দুল গাফফার চৌধুরী সম্পাদিত ‘জয় বাংলা’ পত্রিকায়ও বেশ কিছুদিন কাজ করেন তিনি। এছাড়া সৈয়দ রেজাউর রহমান সম্পাদিত সাপ্তাহিক বাংলাদেশ এবং নওবেলাল পত্রিকায়ও তিনি সাংবাদিকতা করেন।
- বাদাঘাট পাবলিক হাইস্কুল/ নিয়ম মোতাবেক নিয়োগ প্রক্রিয়া শেষ করুন
- সুনামগঞ্জ জেলা আ.লীগের সম্মেলন ১১ ফেব্রুয়ারি/ সফল করতে প্রস্তুতি সভা