স্টাফ রিপোর্টার
পাইকারি ব্যবসায়ীদের পাকা মেমো রাখতে হবে, কার্বন কপি রাখতে হবে। পাইকারি ব্যবসায়ীরা যখন খুচরা ব্যবসায়ীদের নিকট পণ্য বিক্রি করবে, তখন তারা প্রতিষ্ঠানের মেমোতে দাম লিখে সেই মেমোর মূলকপি হস্তান্তর করবে এবং নিজের কাছে কার্বন কপি রাখতে হবে। খুচরা ব্যবসায়ীরা পণ্যের দর লিখে তালিকা টাঙিয়ে রাখতে হবে। আইন না মানলে জরিমানা করা হবে।
বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের জেল রোড, জগন্নাথ বাড়ি এলাকায় অভিযান পরিচালনাকালে এসব কথা বলেন সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন।
অভিযানে পোল্টি্র ব্যবসায়ী মেসার্স সাইফুর রহমান কে ২০০০ টাকা এবং সবজি বিক্রেতা লোকনাথ ট্রেডার্স কে ২০০০ টাকা জরিমানা করা হয়। এসময় স্যানিটারি ইন্সপেক্টর নাজমা জাহান এবং পুলিশ প্রশাসন ও ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
- জগন্নাথপুরে দুর্ধর্ষ চুরি, গ্রেপ্তার চোর
- সুনামগঞ্জে দুর্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত