আওয়ামী লীগের জরুরী সভা, অনুপস্থিত একপক্ষ

বিশেষ প্রতিনিধি
জেলা পরিষদ নির্বাচন ঘিরে বিভক্তি বেড়েছে সুনামগঞ্জ আওয়ামী লীগে। নির্বাচনকে সামনে রেখে আহ্বান করা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় আসেননি জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী নুরুল হুদা মুকুটের সমর্থক হিসাবে পরিচিত নেতারা। শনিবার দুপুর থেকে সন্ধ্যা অবধি শহরের জগৎজ্যোতি পাঠাগারে এই সভা হয়।
সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভার পর রাতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বলের স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয় গণমাধ্যমে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মতিউর রহমান এই সভায় সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, শামীমা আক্তার খানম এমপি, সাবেক সংসদ সদস্য শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী, সহ-সভাপতি অ্যাড. খায়রুল কবির রুমেন, নোমান বখত পলিন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নান্টু রায়, অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জুনেদ আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম সাবেরিন সাবু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শাহ আবু নাসের, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. আবুল আজাদ রুমান, যুব ও ক্রীড়া সম্পাদক কামরুল হাসান, কোষাধ্যক্ষ ইশতিয়াক শামীম, দপ্তর সম্পাদক নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, উপ প্রচার সম্পাদক হুমায়ুন রশিদ লাভলু, মহিলা সম্পাদক নিগার সুলতানা কেয়া, কৃষি সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সদস্য সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম, সুবীর তালুকদার বাপ্টু, ফজলুল কবির তুহিন, হাসান মাহবুব সাদী, আতিকুল ইসলাম আতিক, রফিকুল্লাহ্ ফজলু, রেজাউল আলম নিক্কু, তারিক হাসান দাউদ পীর, মলয় চক্রবর্তী রাজু, অমল কান্তি চৌধুরী হাবলু, আবুল কালাম, ফেরদৌসি সিদ্দিকা, আবুল সাদাৎ মো. লাহীন ও কামরুজ্জামান দারা।
সভায় আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী অ্যাড. খায়রুল কবির রুমেনের পক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ও অধস্তন সংগঠনের নেতাকর্মীদের কাজ করে বিজয় সুনিশ্চিত করার আহবান জানানো হয়। এছাড়াও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট কে দাখিলকৃত মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন না করার জন্য অনুরোধ করার প্রস্তাব সভায় সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।
এদিকে, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এমন সভায় উপস্থিত ছিলেন না সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুটসহ তাঁর সমর্থক হিসাবে পরিচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীল ১২ নেতা। এরা হলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম ও অবনী মোহন দাস, সদস্য মঞ্জুর আলম চৌধুরী, যুগ্ম-সম্পাদক আবুল কালাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম চৌধুরী, মানবসম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, শ্রম বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম রতন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, সদস্য অমল কর ও কল্লোল তালুকদার।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট বললেন, সংগঠনের জেলা কমিটির সভার বিষয়টি কেউ আমাকে জানায় নি। দায়িত্বশীল কেউ ফোনও দেন নি। আমার হোয়াটসঅ্যাপেও কোন চিঠি আসে নি। এ কারণে আমি থাকতে পারি নি।
জেলা আওয়ামী লীগের অপর সহ-সভাপতি রেজাউল করিম শামীমও জানালেন, তিনি দাওয়াত পান নি। দলীয় সভার সংবাদ তিনি গণমাধ্যমে দেখেছেন, সিদ্ধান্তের বিষয়টি তার নজরে এসেছে জানিয়ে বললেন,‘দলের সমর্থন এবং মনোনয়ন এক কথা নয়। নির্বাচনে দলীয় প্রতীকও নেই। দলের সমর্থন ছাড়া বিগত জেলা পরিষদ নির্বাচনে ও অনেকে বিজয়ী হয়েছেন, দলের কাজের মধ্যে তারাও ছিলেন, এখনো আছেন। সুনামগঞ্জে এর আগে কোন স্থানীয় সরকার নির্বাচনে জেলা কমিটির দায়িত্বশীলদের এরকম উদ্যোগ দেখা যায় নি। জেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের আগে এই সভা না করলে ভালো হত বলে মন্তব্য তাঁর।
সহ-সভাপতি অবনী মোহন দাস জানালেন, তিনি সভার দাওয়াত পেয়েছেন। ব্যক্তিগত অসুবিধার কারণে আসতে পারেন নি।
এই বিষয়ে জানতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি। সভাপতি’র ফোন বন্ধ পাওয়া যায়।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল জানালেন, জেলা কমিটির সভার চিঠি সকলের বাড়িতে পৌঁছানো হয়েছে। হোয়াটসঅ্যাপেও দেওয়া হয়েছে। জেলা কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনও সকলকে ফোন দিয়েছেন বলে জানিয়েছেন।
প্রসঙ্গত. সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে গেল জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল হুদা মুকুট এবারও মনোনয়ন জমা দিয়েছেন। দলীয় সমর্থন পেয়ে মনোনয়ন জমা দিয়েছেন সহ-সভাপতি অ্যাড. খায়রুল কবির রুমেন।