স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে আগুনে পুড়ে একটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। শুক্রবার রাত সাড়ে তিনটায় তাহিরপুর সদর ইউনিয়ন বীরনগর গ্রামের দুলাল মিয়ার বসত বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিদ্যুতের শর্টসার্কিট অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও বাড়ি সংলগ্ন কাপড় দোকানের যাবতীয় মালামাল, বই পুস্তক, আসবাবপত্র, গোলার ধান, গরুসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ও স্থানীয়রা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩টি কম্বল দিয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে তাদের দুই বান্ডিল টিন ও কিছু নগদ টাকা দেয়া হবে বলে আশ^াস দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার।
ক্ষতিগ্রস্ত দুলাল মিয়া জানান, শুক্রবার রাত সাড়ে তিনটায় হঠাৎ তিনি দেখতে পাই পড়নের কাপড়ে আগুন ধরেছে। এমন অবস্থায় কাপড় খুলে বাচ্চাদের কোলে নিয়ে বাহিরে গিয়ে দাড়িয়ে দেখি বসত ঘরে আগুন লেগে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের লোকজন এসে ঘন্টাখানেক সময় চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।
তাহিরপুর ফায়ার সার্ভিসের লিডার কামাল পাশা বলেন, শুক্রবার ভোর পৌণে চারটায় ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের লোকজন এক ঘন্টা কাজ করার পর আগুন নেভাতে সক্ষম হয়। তিনি আরও জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় শুক্রবার সকালে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি, থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খেঁাজখবর নেন এবং তাদের সাধ্যমত সহায়তার আশ^াস দেন।
- বিএনপির জাতীয় কর্মসূচির পাল্টা জেলা আ.লীগের শান্তি সমাবেশ
- লন্ডনে প্রথমবারের মতো ‘বাংলাদেশ-ইউকে উইমেন ই-কমার্স এক্সপো’