স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সাবেক সদস্য প্রয়াত রাজনীতিবিদ আয়ুব বখত জগলুল’র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে ষোলঘর পুরাতন জামে মসজিদ, আরপিননগর জামে মসজিদ, কাজির পয়েন্ট জামে মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ, বাঁধন পাড়া জামে মসজিদ, জামাই পাড়া জামে মসজিদ, জামতলা জামে মসজিদ, তেঘরিয়া জামে মসজিদ, ওয়েজখালি জামে মসজিদ, ইকবাল নগর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সকল মসজিদে মসজিদে আয়ুব বখত জগলুল’র আত্মার শান্তি কামনায় দোয়া কামনা করা হয়।
এছাড়াও শহরের রামকৃষ্ণ মিশন, কেন্দ্রীয় দুর্গাবাড়ি, জগন্নাথবাড়ি, কেন্দ্রীয় কালী বাড়ি, রাধাকৃষ্ণ মন্দিরে আয়ুব বখত জগলুলের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।
পরে সকল ধর্মীয় উপাসনালয়ে শিরণী ও প্রসাদ বিতরণ করা হয়।
- জেলার ২ হাজার ৬২০ হেক্টর জমিতে আবাদ হয়েছে সরিষা
- প্রতিশ্রুতি রাখলেন ইউএনও/ শত বছরের বৃদ্ধ পেলেন ভাতা