ধর্মপাশা প্রতিনিধি
সাত মাসের ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নূর নবী তালুকদার ও একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। একই ইউনিয়নের রামপুর গ্রামের উপকারভোগী আব্দুর রাজ্জাকের স্ত্রী আয়েশা খাতুন ও আব্বাস আলীর স্ত্রী রোয়েলা আক্তার গত বুধবার ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাড. সাইফুল ইসলাম চৌধুরী কামাল মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
আয়েশা খাতুন ও রায়েলা আক্তার ভিজিডি কার্ডধারী। তারা গত বছরের মে মাস পর্যন্ত প্রতি মাসে জন প্রতি ৩০ কেজি করে ভিজিডির চাল পেয়ে আসছিলেন। কিন্তু একই বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত তাদের দুজনের মোট ৪২০ কেজি চাল চাল না দিয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি সদস্য আত্মসাত করেছেন বলে আদালতে মামলা করেছেন। অ্যাড. সাইফুল ইসলাম চৌধুরী কামাল জানান, ‘বিষয়টি আদালত আমলে নিয়ে সুষ্ঠু তদন্তের জন্য মধ্যনগর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।’
অভিযুক্ত ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, ‘কবে চাল বিতরণ করা হবে তা কার্ডধারীদের জানানো আমার দায়িত্ব। আমি সময়মতো তা জানিয়েছি। রায়েলার স্বামী চার মাসের চাল নিয়েছে। আর নির্বাচনী প্রতিহিংসায় আমাকে ফাঁসানোর জন্য ইচ্ছা করেই আয়েশা চাল নেয়নি। চাল না নিলে এর দায়তো আমার না। চেয়ারম্যান এবং ইউপি সচিব বিষয়টি বুঝবেন।’
বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নূর নবী তালুকদার বলেন, ‘বিষয়টি শুনেছি। মামলার বিষয়ে নিশ্চিত হতে পারিনি। নিশ্চিত না হয়ে কিছু বলতে পারছি না।’ চাল আত্মসাতের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমার জানামতে এরকম কিছু হয়নি। তারপরও মামলটা কি করেছে তা দেখে কথা বলতে হবে।’
মধ্যনগর থানার ওসি জাহিদুল হক বলেন, ‘বিষয়টি শুনেছি। কিন্তু বিজ্ঞ আদালত থেকে প্রেরিত এ সংক্রান্ত কোনো দাপ্তরিক কাগজ পাইনি।’
- থেমে যাওয়ার সময় হয়েছে?
- শো-ডাউন করে মনোনয়নের দাবি জানালেন মতিউর সমর্থকরা