শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের উপ্তিরপাড় গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৭৫ জনকে আসামী করে মামলা করা হয়েছে। উপ্তিরপাড় গ্রামের মৃত আব্দুল জলিল মাস্টারের ছেলে সাইফুল ইসলাম বাদি হয়ে শুক্রবার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুর রহমান শহীদ সহ উপ্তিরপাড় গ্রামের আলী আহমদ, আমির আলী গ্রুপের ৭৫ জনকে আসামী করে শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ৪। মামলার পর পূর্ব বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুর রহমান শহীদ সহ ৪ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালেদ চৌধুরী জানান, ৪ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
- সদর উপজেলা জমিয়তের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
- বিশ্বম্ভরপুর গৃহহীনদের ঘর পরিদর্শনে আশ্রয়ণ ২ প্রকল্প পরিচালক