এইচএসসির ফল প্রকাশ আজ

স্টাফ রিপোর্টার
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ বুধবার।
সুনামগঞ্জ জেলায় এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১৪ হাজার ৫৯৯ জন। ৩০ কেন্দ্র ও ১৮ ভেন্যুতে অনুষ্ঠিত এই পরীক্ষায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।
সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১২ হাজার ৩৮৬ জন। এরমধ্যে ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থীরা ২১টি কেন্দ্রে ও ১৭ ভেন্যুতে পরীক্ষা দিয়েছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নেয় ৯২১ জন। ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ৫টি কেন্দ্র পরীক্ষা দিয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) পরীক্ষায় অংশ নেয় ৮৪০ জন। জেলার ২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২টি কেন্দ্রে ও ১টি ভেন্যুতে পরীক্ষা দিয়েছে।
এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ৪৫২ জন। জেলার ২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২টি কেন্দ্রে পরীক্ষা পরীক্ষা দেয় শিক্ষার্থীরা।
আজ বুধবার সকালে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে এ পরীক্ষার ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন তিনি। দুপুর ১২টা থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।