স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে একসাথে ৪ হাজার ৬১০শিশুর শুভ জন্মদিন পালন করেছে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। ওয়ার্ল্ড ভিশনের তালিকাভূক্ত স্পন্সর, ননস্পন্সর শিশুদের সোমবার পযঠভ ১১টায় উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ইউএনও সুপ্রভাত চাকমা। এ সময় উপজেলা নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার তৌফিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ওয়ার্ল্ডভিশন কর্মকর্তা কাজল দ্রং, বিভূদান বিশ^াস, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ উপস্থিত ছিলেন।
কেক কাটা শেষে শিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষে সকল শিশুকে একটি করে বিছানার চাদর তুলে দেন ইউএনও সুপ্রভাত চাকমা।
- ১৬ বছর পর স্থায়ী ঠিকানায় জামালগঞ্জ প্রেসক্লাব
- রাজঘরি বিলে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন