পি সি দাস, শাল্লা
সুনামগঞ্জ- ২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা কে ফেসবুকে মানহানিকর কুরুচিপূর্ণ ও স্ট্যাটাস দেওয়ায় এস এম শামীম নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার বিকালে শাল্লার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে শাল্লা থানার উপ পরিদর্শক আব্দুল আলীম সিলেটের আম্বরখানা এলাকা থেকে শামীম কে গ্রেপ্তার করেন। আটককৃত এসএম শামীম শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও কসবা হাটির মৃত জাবেদ আলীর ছেলে।
জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় এস এম শামীম দিরাই-শাল্লার সংসদ সদস্য জয়া সেনগুপ্তা কে নিয়ে আপত্তিকর একটি পোস্ট দেন। পোস্টে শামীম লিখেন, ‘কতবড় নির্লজ্জ সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ, তারপরও ক্ষমতা আখড়িয়ে ধরে রাখতে চায়। মনে হয় যেন দিরাই শাল্লা তার বাপ দাদার সম্পত্তি।’
শামীম এই স্ট্যাটাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সমালোচনার ঝড় উঠে। ক্ষোভ জানান আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। সংক্ষুব্ধ কর্মী শাল্লা উপজেলার নাইন্দা গ্রামের বাসিন্দা শাল্লা উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অরিন্দম চৌধুরী অপু ১২ ফেব্রুয়ারি রাতে বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে শাল্লা থানায় অভিযোগ দায়ের করেন।
তিনি অভিযোগে উল্লেখ্য করেন, এস এম শামীম জামাত শিবিরের সমর্থক। তিনি সরকার বিরোধী প্রচার-প্রচারণা করছেন। শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, এমপি ড. জয়া সেনগুপ্তাকে নিয়ে ফেইসবুকে কটুক্তিমূলক ও মিথ্যা তথ্য প্রচার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে এস এম শামীমকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
সুনামগঞ্জ কোর্টের কোর্টের সিএসআই বোরহান উদ্দিন জানান, রোববার বিকাল চারটায় শাল্লার কোর্টের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম অভিযুক্ত এস এম শামীমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
- লোককবিদের ব্রান্ডিং করেই বিশ্বের বুকে স্থান করে নিতে পারে সুনামগঞ্জ
- আদালতে মুচলেকা দিয়েও স্ত্রীকে মারধর/ স্বামী-সতীনের বিরুদ্ধে অভিযোগ