স্টাফ রিপোর্টার
মানবতার কল্যাণ ফাউন্ডেশন, বিশ্বজন ও সঞ্জীবনীর ্্্উদ্যোগে এমবিএস রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের উদ্বোধন হয়েছে । শনিবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা
জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এই কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন সাংসদ পীর ফজলুর রহমান মিছবাহ। এ সময় বক্তব্য দেন পৌর মেয়র নাদের বখ্ত, কবি নাছরিন আবেদীন, বিশ্বজনের ্্্্্্উপদেষ্টা প্রভাষক মশ্উির রহমান, আশরাফ হোসেন লিটন, সঞ্জীবনী সংগঠনের প্রতিষ্ঠাতা ডা.সৈকত দাস, মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক ডা.আলী নূর, বিশ্বজনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস প্রমুখ ।
- ধর্মঘট পরিস্থিতি থেকে পরিবহন খাতকে রক্ষা করুন
- উদীচী সিলেট বিভাগীয় আহবায়ক কমিটি গঠন