স্টাফ রিপোর্টার
এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ এলজিইডি।
মঙ্গলবার সকালে শহরের মল্লিকপুর এলজিইডি অফিসের সামনে মানববন্ধনে অবিলম্বে হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। জেলা ও উপজেলা স্থানীয় এলজিইডি বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহবুব আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা এলজিইডি সিনিয়র সহকারী প্রকৌশলী হরজিত সরকার, সহকারী প্রকৌশলী অনুপম দেব, জেলা প্রকল্প সমন্বয়কারী মো মিজানুর রহমান, উপ সহকারী প্রকৌশলী মো আমির হোসেন, উপ সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ, প্রশিক্ষণ সমন্বয়কারী কাজী গোলাম মাওলা, এলসিএস কো অর্ডিনেটর আ হ ম জিয়াউল হক, ফিসারিজ কো অর্ডিনেটর হাবিব উল্লাহ, ফাইনান্স সহকারী মো শফিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসী হামলার সাথে জড়িত সাহাবুদ্দিন সহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্তা করতে হবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলা চালালে কর্মক্ষেত্রে অসুবিধা পড়তে হচ্ছে সবাইকে। সরকারি কাজ করতে গিয়ে যদি মারধরের শিকার হতে হয় এটা সবার জন্য লজ্জাজনক।
- প্রয়াত মেয়র আয়ুব বখত জগলুল’র ৫ম মৃত্যুবার্ষিকী আজ
- তাহিরপুর উপজেলা সদরে নেই শহীদ মিনার