স্টাফ রিপোর্টার
২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। রবিবার জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম এবং জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখার সহকারী কমিশনার রাহুল চন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে। এসএসসি পরীক্ষার শেষ দিন পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে এবং মোবাইলসহ অন্য যে কোন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
- স্মল স্টার্ট গ্রুপে মাহবুব নির্বাচিত
- বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় কবি মোহাম্মদ সাদিক এবং ঝর্ণা দাশ পুরকায়স্থকে অভিনন্দন