ঐক্যবদ্ধ থাকতে হবে -পলিন

স্টাফ রিপোর্টার
সবকিছু ভুলে গিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। বুধবার দুপুরে পৌর শহরের রমিজ বিপণির জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই আহবান জানান তিনি।
এসময় তিনি বলেন, সামনের নির্বাচন হবে সংবিধান সম্মত। সংবিধানের বাইরে এক পা নড়ার কোনো সম্ভাবনা থাকবে না। রক্তচক্ষু দেখেছি, বুলেট-বন্দুক দেখেছি- আমাদের ভয় দেখিয়ে কোন লাভ নাই। আমাদের সবাইকে সবকিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ হবে শক্তিশালী আওয়ামী লীগ। যা সুনামগঞ্জ এর আগেও প্রমাণ করেছে। ভবিষ্যতেও আমরা দেখিয়ে দিব আমরাই পারি।
জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. বিমান কান্তি রায়’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাড. মতিউর রহমান পীর, সবুজ কান্তি দাস, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম আহমেদ বিলকিস, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জিতেন্দ্র তালুকদার পিন্টু, অ্যাড. চান মিয়া।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্বম্ভপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পলাশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমেদ, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. নজরুল ইসলাম শেফু, অ্যাড. শুকুর আলী, অ্যাড. আব্দুল ওদুদ, সীতেশ তালুকদার মঞ্জু, নবনী কান্ত দাস, অনুপ কুমার রায়, অ্যাড. স্বপন রায় সপু, অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, অ্যাড. খুর্শেদ আলম, অ্যাড. আব্দুল খালেক, অজয় কান্তি তালুকদার দুলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম, এটিএম শাহীন রেজা, ছাত্রলীগের সাবেক আহবায়ক আরিফুল আলম, বর্তমান সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদ প্রমুখ।