ঐক্যবদ্ধ থাকলে অপশক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না -মুকুট

সু.খবর রিপোর্ট
দীর্ঘ একমাস পর যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। মঙ্গলবার সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের রমিজ বিপণির কার্যালয়ের সামনে তাঁকে অভ্যর্থনা জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন সহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়ে সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা আপনাদের কথা চিন্তা করেন, আপনাদের কথা ভাবেন। আগামী নির্বাচনেও সুনামগঞ্জের ৫টি আসন আমরা প্রধানমন্ত্রীকে উপহার দেবো। আমি জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি।
আগামী ২৫ তারিখ জগন্নাথপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, নৌকা জননেত্রী শেখ হাসিনার প্রতীক, নৌকা স্বাধীনতার প্রতীক। আসুন আমরা সকলে মিলে নৌকাকে জয়যুক্ত করি।
এসময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, আওয়ামী লীগ নেতা শামীম চৌধুরী, আজাদুল ইসলাম রতন, আসাদুজ্জামান সেন্টু, স্বেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ঢাকা থেকে ফেরার পথে তিনি জগন্নাথপুর বাজারে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর শেষ নির্বাচনী জনসভায় যোগ দেন।
জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট। বিশেষ অতিথির বক্তব্য দেন সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমেদ, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম। বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সীতাংশু রঞ্জন ধর সিতু, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিকল্পনামন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন প্রমুখ
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল হুদা মুকুট বলেন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম একজন ভালো মানুষ হিসেবে সর্বমহলে গ্রহণযোগ্য। ইতিমধ্যে নির্বাচনী প্রচারণায় জনগণ বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। গণজাগরন তৈরি হয়েছে। তবে দলের কিছু নেতাকর্মী দিনে নৌকা আর রাতে অন্য ভাবনা ভাবেন তাদের খবর আমরা জানি। আগামীতে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। দলের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করা হবে। যাদের কেন্দ্রে নৌকা প্রতীক বিজয়ী হবে তাদের মূল্যায়ন করা হবে।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোঁজ খবর নিচ্ছেন কারা আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে কারা কাজ করছেন, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। তিনি বলেন, উন্নয়নের পক্ষে মানুষ ভোট দিবে বলে আমাদের প্রত্যাশা।