ওয়াস রুম না থাকায় বিপাকে ৫ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী

আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুর উপজেলা পরিষদের ৫ দপ্তরে কোন ওয়াস রুম না থাকায় নানামুখী বিপাকে রয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। দপ্তরগুলোতে সেবা নিতে আসা লোকজন বিপাকে তো পড়েরনই কর্মকর্তা কর্মচারীদের তো আর বলার অপেক্ষাই রাখে না। দপ্তরগুলো হলো- উপজেলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়, উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, অফিসে ওয়াসরুম না থাকায় ইচ্ছা করেই কম পানি পান করি। যদি কোন চাপ পড়ে সুযোগ বুঝে উপজেলা ভাইস চেয়ারম্যানের রুমে গিয়ে কাজ সারতে হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ বলেন, ওয়াস রুম না থাকায় অনেক সময় বাধ্য হয়ে বাসায় যেতে হয়। এতে করে রুটিন ওয়ার্কের বিঘœতা ঘটায়। অনেক সময় অফিসের উর্ধ্বতন কর্মকর্তারা আসলে লজ্জায় পড়তে হয়। কিছুদিন আগে একজন অতিরিক্ত সচিব এসেছিলেন আমার অফিসে। তিনি ওয়াসরুমে যেতে চাইলে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। তখন আমি অফিসে কোন সুবিধা নেই বলে স্যারকে আমার কোয়ার্টারে নিয়ে যাই।
উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য্য বলেন, অফিসে ওয়াসরুম না থাকায় মাঝে মধ্যে মারাত্মক সমস্যায় পড়তে হয়।
বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজাদ হোসেন বলেন, ওয়াসরুমের বিষয়ে বৃহস্পতিবার উপজেলা মাসিক সমন্বয় সভায় আলোচনা হয়েছে। তবে আপাদত গণশৌচাগারটিকে দুটি কক্ষে মেরামত করে দেয়া হবে। একটি ব্যবহার করবেন অফিসারগণ আরেকটি ব্যবহার করবেন জনগণ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, ওয়াসরুমের বিষয়টিতো দীর্ঘদিনের সমস্যা। আমরা চেষ্টা করে দেখছি কিভাবে এটি দ্রুত সমস্যা সমাধান করা যায়।