কাজে আসছে না নয়াগাঁও যাত্রী ছাউনি

স্টাফ রিপোর্টার
নয়াগাঁও যাত্রী ছাউনি। প্রায় সময় থাকে যাত্রীদের ভিড়। ওই স্থানে অপেক্ষারত যাত্রীদের বসার জন্য নির্মাণ করা হয়েছে যাত্রী ছাউনি। কিন্তু সেই ছাউনি যাত্রীদের কোনো কাজেই আসছে না। যাত্রী ছাউনি অবস্থান সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে।
স্থানীয়রা জানান, যাত্রী ছাউনিটি অপরিকল্পিত ভাবে নির্মাণ করা হয়েছে। ছাউনিটি সড়ক থেকে অনেকটা উঁচুতে নির্মাণ করা হয়েছে। উঠানামা করার জন্য দেওয়া হয়নি সিঁড়ি। যাত্রীরা বসেন না ছাউনিতে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়ে থাকেন সড়কের ওপরেই। একটি সিঁিড়ির জন্য অব্যবহৃত থাকছে যাত্রী ছাউনিটি।
জয়কলস ইউনিয়নের নয়াগাঁও গ্রামের বাসিন্দা কাউসার আহমেদ বলেন, বয়স্ক লোক, রোগী, শিশুরা ছাউনিতে উঠতে পারে না। মেঘ বৃষ্টি, রোদে সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে হয়। যাত্রী ছাউনিটি ঠিক করে দিলে মানুষ বসতে পারত।
জয়কলস গ্রামের রাগিব আলী বলেন, যাত্রী ছাউনিটি সড়ক থেকে তিন ফুট উঁচু করে নির্মাণ করা হয়েছে। এতে জনসাধারণের উঠা নামা করার কোনো ব্যবস্থা নাই। যাত্রীরা সড়কের পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করেন। ছাউনিটি সংস্কার করা জরুরি।
জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন বলেন, নয়াগাঁও – কাইক্কাম গ্রামের জনসাধারণের সুবিধার কথা চিন্তা করে সড়কের পাশে যাত্রী ছাউনিটি নির্মাণ করে দেয়া হয়। এটি বিগত চেয়ারম্যান এর আমলে নির্মাণ করা হয়েছে। তবে এটি নির্মাণে কত টাকা বরাদ্দ ছিল, কে কাজটি করেছেন সেটা জানি না। তবে জনগণের বসার সুবিধার জন্য এবং ছাউনিটিতে উঠা নামা করার জন্য আমি আমার পরিষদের পক্ষ থেকে দ্রুত সংস্কার করে দেব।