জগন্নাথপুর অফিস
কাপড়ের রং দিয়ে খেজুরের গুড় তৈরি করে অবাধে বিক্রি করা হচ্ছিল ক্রেতাদের নিকট। রবিবার দুপুরে জগন্নাথপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে ওই বিক্রেতাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর বাজারে অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে শহরের হাবিব ভেরাইটিজ স্টোরের কারখানায় কাপড়ের রং দিয়ে খেজুর গুড় তৈরির অপরাধে কারখানার মালিক শরিফকে দুই লাখ জরিমানা করা হয়। এছাড়াও মূল্য তালিকা না থাকায় এবং অতিরিক্ত মূল্যে চিনি বিক্রয় করায় বাজারের একটি মুদি দোকানিকে ২ হাজার টাকা জরিমান করা হয়।
এসময় জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুদ্দিন ভূঁইয়াসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ইন্ডাস্ট্রিয়াল কালার অর্থাৎ কাপড়ের রং ব্যবহার করে খেজুর গুড় তৈরির অপরাধে জরিমানা করা হয়েছে। তৈরিকৃত গুড় নদীতে ফেলে নষ্ট করা হয়।
- বাউলের ওপর হামলার প্রতিবাদে দিরাইয়ে মানববন্ধন
- পূজা উদযাপন পরিষদের জামালগঞ্জ উত্তর ইউনিয়ন শাখা গঠন