কৃষক-কৃষাণীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
দেশে তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে বাংলাদেশ পরমানু কৃৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) উদ্ভাদিত উচ্চ ফলনশীল বিনা চীনাবাদাম-৬ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে কৃষক-কৃষাণীদের নিয়ে মাঠ দিবস ও ফসল কর্তন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বিনা সুনামগঞ্জ উপকেন্দ্রের আয়োজনে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও গ্রামে বিনার সহযোগিতায় চাষকৃত বাদাম জমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিনা চীনাবাদাম-৬ সম্পর্কে স্থানীয় কৃষকদের ধারণা দেন বিনার কর্মকর্তাগণ।
বিনা সুনামগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক সহকারী আমজাদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা আলিফ হোসাইন, মাহমুদুল হাসান মানিক, উপ সহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হাকিম সাগর, আরিফুল ইসলাম আরিফ, বিনার মাঠকর্মী শহীদুল ইসলাম, কৃষক সিরাজুল ইসলাম, ফয়সাল মিয়া, চিনু দাস, জসিম উদ্দিন, দীনেশ দাস প্রমুখ।
বিনার কর্মকর্তারা বলেন, ‘দেশে তেলের চাহিদা মেটাতে বিদেশ থেকে প্রতি বছর ২৬-২৭ হাজার কোটি টাকার তেল আমদানি করতে হয়। এই আমদানি খরচ কমাতে দেশেই তেল উৎপাদনে গুরুত্ব দিয়েছে সরকার। তেল উৎপাদন করতে পতিত জমিতে উচ্চ ফলনশীল বীনা চীনা বাদাম-৬ চাষ করা হচ্ছে। এই চীনাবাদাম প্রতি হেক্টরে তিন টন করে উৎপাদন হচ্ছে। বাদাম থেকে তেল উৎপাদন হয় বেশি। বাদামের অর্ধেক পরিমান তেল পাওয়া যাচ্ছে। বাদাম চাষ করলে বাদাম সংগ্রহের পর মাটির নিচে থেকে যাওয়া গাছের অবশিষ্ঠাংশ জামির উর্বতা বাড়ায়।