খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

স্টাফ রিপোর্টার
তিন দিনব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশাল শুরু হয়েছে। রবিবার সকালে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর সুনামগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের সম্মেলন কক্ষে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন (বারটানের) বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সাদ্দাম হোসেন ও মো. নোমান অলি।
ট্রেনিং রিসোর্স পাসর্ন হিসেবে দায়িত্ব পালন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম, বারটানের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত দে, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিকাশ দাশ প্রমুখ।
কর্মশালায় কৃষি কর্মকর্তা, সাংবাদিক, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ইমাম, পুরোহিত, এনজিও কর্মিসহ দুইব্যাচে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য , ৫ মার্চ-৭ মার্চ এই তিনদিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।