স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের মাছ বাজার সংলগ্ন নতুন বাজার (আড়ৎ পট্টি) গলি (সরু সড়ক) যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে। চার-পাঁচ বছর ধরে গলিটির বিভিন্ন অংশ ধসে পড়লেও সংস্কার করা হয়নি। এতে প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছেন অনেকেই। এমনটা বলছেন, আড়ৎপট্টির ব্যবসায়ী ও শ্রমিকরা।
সরেজমিন দেখা যায়, মাছ বাজারের মেইন সড়ক থেকে আড়ৎপট্টির গলি (সরু সড়ক) দৈর্ঘ্য ১৫০ মিটার এবং প্রস্থে প্রায় ৭/৮ ফুট হবে। গলির বিভিন্ন অংশ ভাঙা। ভেঙে যাওয়া অংশে সৃষ্টি হয়েছে গর্তের। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন ব্যবসায়ী, ক্রেতা এবং শ্রমিকেরা। ড্রেনের উপর সড়ক হওয়ায় শুধু ভেঙে যাওয়া অংশই নয়, পুরো গলিটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
আড়ৎপট্টির ব্যবসায়ীরা জানান, এ সড়ক দিয়েই মালামাল আনা-নেওয়া করা হয়। যাতায়াতের একমাত্র সড়কের ভাঙা অংশের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে ঠেলাগাড়ি। এতে করে শ্রমিকরা দুর্ঘটনার শিকার হয়েছে, আহত হয়েছে অনেকেই। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এসময় গলিটি দ্রুত সংস্কারের দাবি জানান তারা।
এ বিষয়ে নতুন বাজার (আড়ৎপট্টি) মেসার্স জীবন আলী স্টোরের মো. আলী আকবর বলেন, প্রত্যেক বছর বন্যায় সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। সড়কের বিভিন্ন অংশে ফাটল ধরেছে, গর্ত সৃষ্টি হয়েছে। চলাচলের অনুপযোগী হয়ে গেছে সড়ক। তিনি বলেন, মালপত্র আনা নেওয়ায় শ্রমিকদের প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। আড়ৎপট্টির এই গলিটি মেরামত করে দেওয়ার জন্য মেয়র মহোদয়ের নিকট অনুরোধ জানাচ্ছি।
মেসার্স মোল্লা ট্রেডার্সের মখলিছুর রহমান মোল্লা বলেন, মাছ বাজার সংলগ্ন আড়ৎপট্টির এই গলিটি মূলত একটি ড্রেইন। প্রস্থ কম, মাত্র ১৫০ মিটার দৈর্ঘ্যের গলিটি বিভিন্ন অংশে ফাটল ধরেছে। অনেক জায়গা ভেঙে গেছে। ক্রেতা আসতে পারে না, শ্রমিকেরা মালামাল আনা-নেওয়া করতে পারে না। প্রায়ই দুর্ঘটনায় আহত হচ্ছে অনেক শ্রমিক। গলিটি দ্রুত সংস্কার করে দেওয়ার জন্য মেয়র মহোদয়ের নিকট দাবি জানাই।
আড়ৎপট্টিতে নিয়মিত ঠেলাগাড়ি দিয়ে মালামাল আনা-নেওয়া করেন শ্যামল সরকার। তিনি বলেন, দশ বছর ধরে ঠেলাগাড়ি দিয়ে মালামাল আনা নেওয়া করি। রাস্তাটি ভাঙা থাকায় চলাচলে খুব কষ্ট হচ্ছে। গতকালকেও আমরার দুই জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাস্তাটি ঠিক করে দিলে আমরার উপকার হতো।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল বলেন, আপাতত: আমাদের কাছে কোনো বরাদ্দ নেই। বরাদ্দ পেলে নতুন বাজার (আড়ৎপট্টি) সড়ক সংস্কার করে দেব।
- ২৯ মে থেকে আবারও পরিবহন ধর্মঘটের ঘোষণা
- ধান কেনার বরাদ্দ বাড়ানোর দাবি