গানে গানে মানুষের জয়গান গেয়েছেন তিনি শাহ আব্দুল করিম

স্টাফ রিপোর্টার
শাহ আব্দুল করিমের জীবন ও কর্ম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রুবাল অ্যাডভান্সমেন্ট সোসাইটির আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে রুবাল অ্যাডভান্সমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক দ্রুপদ চৌধুরী নূপুরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
তিনি বলেন, শাহ আব্দুল করিম গানে গানে মানুষের জয়গান গেয়েছেন। সবাইকে মিলেমিশে থাকার আহবান জানিয়েছেন। মানুষের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সমাজে সুন্দর করে চলার কথা বলেছেন। এসব গুণী মানুষের স্মৃতি আজীবন ধরে রাখতে হবে আমাদের। তার গানের যে মূল কথা ও বিষয়বস্তু ঠিক রেখে সঠিকভাবে চর্চা করতে হবে। আব্দুল করিমের গান নিয়ে আরও বেশি চর্চা করা উচিত। দেশ বিদেশে আব্দুল করিমের গান মানুষ গাইছেন এসব গানের মাধ্যমে মানুষের বিবেক বিকশিত হবে।
দিরাই তথ্য সেবা কর্মকর্তা পারমিতা দাস’র পরিচালনায় সেমিনারে ভাটিবাংলা বাউল একাডেমি ও গবেষণা কেন্দ্র সভাপতি শাহ আবদুল তোয়াহেদ শাহ আব্দুল করিমের জীবনী নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন সিনিয়র প্রোগাম অফিসার মো. তাজউদ্দিন, শাহ আব্দুল করিমের ছেলে ও শাহ আব্দুল করিম পরিষদ সভাপতি শাহ নূরজালাল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নারী নেত্রী উষা রায়, জেলা শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পী তুলিকা ঘোষ।