স্টাফ রিপোর্টার
মেঘালয় পাহাড় থেকে নেমে আসা প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুনামগঞ্জের যাদুকাটার তীরের বারেকের টিলা ও শিমূলবাগান এলাকায় পহেলা ফাগুনে যেন রঙ ছড়িয়েছিল। দেশের সবচেয়ে বড় এই শিমূল বাগান এলাকায় উপচে পড়েছিল ভালোবাসা-ভালোবাসা। লাল টকটকে শিমুল বাগানের নীচে দিনভর বসন্ত উৎসব এমনই অনুভব করেছেন সকলে।
স্বামীর হাত ধরে প্রিয়তমা স্ত্রী, ঘাষের উপর বন্ধুর পাশে বসে বান্ধবির খুনসুটি। মায়ের সঙ্গে সন্তানের সেলফি। যেন ভালবাসার আরণ্যে এসেছিলেন হাজারো মানুষ।
এরমধ্যেই কবিকন্ঠে উচ্চারিত হচ্ছিল, তোমায় নিয়ে আমার ভুবন সাজে, কতনা স্বপ্নে দিন কাটে, কত না আশা বুকে বাঁধে বাসা.. সহ নানা কবিতা।
হাওরি মধুর কন্ঠে শিল্পীরা গাইছিলেন ‘বসন্ত এসে গেছে…, বসন্ত বাতাসে সই গো…, আহা আজি এ বসন্তে…সহ বসন্তের আগমনী নানা। যেন অন্য রকমের পরিবেশে দিন কাটালেন বসন্ত উৎসবে আসা প্রেমিকজনেরা।
ঋতু রাজ বসন্তকে স্বাগত জানাতে জেলা শিল্পকলা একাডেমির এই আয়োজনকে প্রাণবন্ত করে রাখলেন, পর্যটকসহ প্রকৃতি প্রেমিরা।
সঙ্গীত শিল্পী সোহেল আহমদ বললেন, খুবই আনন্দ অনুভব করেছি। মনে হয়েছিল অনুষ্ঠান শেষ না করি, ওখানে থেকেই গাইতে ইচ্ছা করছিল, ‘আজ জোছনা রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতাল সমীরণে…।’
সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বললেন, জলজোছনার জনপদ সুনামগঞ্জ। লোকসংস্কৃতির রাজধানী হিসেবে খ্যাত এই জেলায় আলাদাভাবে হোক বসন্ত উৎসব এই চিন্তা থেকেই এমন আয়োজন হয়েছে। পর্যটকদের অন্যতম আকর্ষণীয় তাহিরপুর সীমান্তকে নিয়ে আরও নানা পরিকল্পনার কথা জানিয়ে বললেন, এখানে পর্যটন পুলিশ দেওয়া হবে। যোগাযোগ বিড়ম্বনাও দূর করা হবে।
অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি, সাবেক ইউপি চেয়ারম্যান রাখাব উদ্দিন, আফতাব উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন চেয়ারম্যান মাসুক মিয়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

এদিকে সুনামগঞ্জের সত্য শব্দ, আবৃত্তি ও অভিনয় চর্চা কেন্দ্রের উদ্যোগে এবং প্রসেনিয়াম থিয়েটারেরর আয়োজনে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ পৌরসভার মুক্তমঞ্চে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়।
সত্য শব্দ, আবৃত্তি ও অভিনয় চর্চা কেন্দ্রের পরিচালক দেবাশীষ তালুকদার শুভ্র’র পরিচালনায় সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটারের শিল্পীরা কবিতা আবৃত্তি, নৃত্য অভিনয় এবং গান পরিবেশন করেন।
এসময় বিপুল সংখ্যাক সংস্কৃতি প্রেমীরা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান উপভোগ করেন।