গোবিন্দপুরে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

শান্তিগঞ্জ অফিস
সুনামগঞ্জে ইংল্যান্ড’র ব্র্যাডফোর্ড বেঙ্গল টাইগার্স ক্রিকেট ক্লাব ও গোবিন্দপুর তালুকদার লিমিটেড ক্রিকেট ক্লাব’র মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তালুকদার লিমিটেড ক্রিকেট ক্লাবের আয়োজনে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর পূর্বের ক্রিকেট মাঠে খেলা অনুষ্ঠিত হয়। শুরুতেই ইংল্যান্ড থেকে আমন্ত্রিত অতিথি ও ক্রিকেট ক্লাবকে ফুল দিয়ে বরণ করে নেন খেলার আয়োজক কমিটির নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে মহসিন জিতু তালুকদারের সভাপতিত্বে এবং মহিম তালুকদার ও ফাহাদ জামানের সঞ্চালনায় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাংবাদিক রওনক বখত, লতিফুর রহমান রাজু, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাড.আবুল হোসেন, ইংল্যান্ড থেকে আমন্ত্রিত অতিথি লেংঙ্কাশিয়ার ক্রিকেট ফাউন্ডেশনের চেয়ারম্যান হুমায়ুন ইসলাম, নিগবোরউড রিসোর্স সেন্টার’র চেয়ারম্যান সাইদুর রহমান, ফেসিলেটিক্স ডিরেক্টর (বিইএপি.চিপি) গফুর মিয়া, প্রবাসী আব্দুল হাসিব শিপলু।
গোবিন্দপুর তালুকদার ক্রিকেট ক্লাবকে ৩ উইকেটে হারিয়ে ইংল্যান্ড’র ব্র্যাডফোর্ড বেঙ্গল টাইগার্স ক্রিকেট ক্লাব জয় লাভ করে।