চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা উদীচীর ব্যবস্থাপনায় দুই দিনের চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়েছে। রবিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল আবেদীন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, কুড়া পক্ষীর শূন্যে উড়া চলচ্চিত্রের পরিচালক মোহাম্মদ কাইউম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের চলচ্চিত্র ক্রমে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। চলচ্চিত্র আমাদের সামনে সামাজিক নানা সমস্যা তুলে ধরে। এতে সমাজের ইতিবাচক পরিবর্তন ঘটবে। এ ধরনের আয়োজন বারবার সুনামগঞ্জে হওয়া উচিত। এসময় সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা কল্যান কেন্দ্রে সাধারণ সম্পাদক দিলারা বেগম, গৌরবের মুক্তিযুদ্ধের সাধারণ সম্পাদক মুনমুন চৌধুরী, জেলা পরিষদের সদস্য ফৌজি আরা বেগম শাম্মী, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. রোখশানা চৌধুরী, ইংরেজি বিভাগের প্রধান ইভা রায়, লেখক, আইনজীবী কল্লোল তালুকদার চপল, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী।
জহির রায়হান চলচ্চিত্র সংসদের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় চলচ্চিত্র উৎসবে অতিথিসহ দর্শকরা টিকেট কেটে সিনেমা দেখতে হলে প্রবেশ করেন।
উৎসবের প্রথমদিন বিকাল ৪ টায় ও সন্ধ্যা ৭টায় মোহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ চলচ্চিত্রের দুইটি শো দেখানো হয়।
প্রসঙ্গত, সাড়ে তিন বছরের চেষ্টায় দেশের হাওর অঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা মোহাম্মদ কাইউম। ধ্রুপদি চিত্রলোক নিবেদিত এ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির, সুমী ইসলাম, সামিয়া আখতার, বাদল শহীদ, মাহমুদ আলম ও আবুল কালাম আজাদ। সংগীতায়োজন করেছেন সাত্যকি ব্যানার্জি। এর পুরোটা চিত্রায়ন হয়েছে দেশের বৃহত্তর হাওর অঞ্চল সুনামগঞ্জে।

সোমবার বিকাল ৪ টা ও সন্ধ্যা ৭ টায় ব্রিটিশবিরোধী আন্দোলনের মুক্তি সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের উপর নির্মিত চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’ এর দুইটি শো হবে।
আয়োজনকরা জানান, সিনেমা শুরুর পূর্বে শিল্পকলার কাউন্টারে টিকেট পাওয়া যায়।