স্টাফ রিপোর্টার
দফায় দফায় তারিখ পরিবর্তনের পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা আওয়ামী লীগের সম্মেলন। দীর্ঘ ৮ বছর পর আগামীকাল ১১ ডিসেম্বর শনিবার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে জোরসে চলছে প্রস্তুতি। জেলার ১২ উপজেলা থেকে লক্ষাধিক নেতাকর্মী এসে উপস্থিত হবেন সম্মেলন মাঠে। বিশাল এই জমায়েতকে বরণ করতে প্রস্তুত বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সুনামগঞ্জ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন বলেন, সুনামগঞ্জ রাজনীতি এবং সংস্কৃতির উর্বর ভূমি। সম্মেলন ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। নেতাকর্মীরা অনেক উজ্জীবিত ও আনন্দিত। আগামীকালের সম্মেলনে লক্ষাধিক মানুষ উপস্থিত হবেন। কোন বিশৃঙ্খল পরিস্থিতির আশঙ্কা নেই। সম্মেলনে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সম্মেলন স্থল ঘুরে দেখা যায়, ইতোমধ্যে সম্মেলনের জন্য মঞ্চের অবকাঠামো নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে প্যান্ডেল ও স্টেজের কাপড় সহ অন্যান্য সাজসজ্জার কাজ। পরিষ্কার করা হচ্ছে সম্মেলন স্থলের আশপাশ। ধুলাবালি না উড়ার জন্য ছিটানো হচ্ছে পানি।
এদিকে সম্মেলন উপলক্ষে উপজেলা উপজেলায় পথসভা করছেন স্থানীয় নেতৃবৃন্দরা। মাইকিং, পোস্টারিং করে চলছে প্রচারণার কাজ। শহরজুড়ে লাগানো হচ্ছে ছোট বড় ব্যানার ফ্যাস্টুন।
- জামালগঞ্জে বেড়েছে ভুট্টা চাষ
- ছাতকে ভারতীয় মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার