চলতি সেশনেই সুবিপ্রবিতে চার বিষয়ে ছাত্র ভর্তির উদ্যোগ/ জমি অধিগ্রহণ হচ্ছে ৭৫ একর

বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (সুবিপ্রবি) আগামী সেশনেই ছাত্র ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে। শুরু’র দিকে চারটি বিষয় খোলার জন্য বিশ^ বিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি’র) কাছে অনুমতি চাওয়া হয়েছে। বিজ্ঞানের তিনটি এবং প্রকৌশল বিষয়ে একটি বিষয় খোলার চেষ্টা হচ্ছে। বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এদিকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে এই মাসের শুরু’র দিকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয়ের জন্য আপাতত ৭৫ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে।
২০২০ সালের ১৮ নভেম্বর জাতীয় সংসদে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। এরপর জমি নিয়ে স্থানীয় সংসদ সদস্যদের মধ্যে মতভিন্নতা দেখা দেওয়ায় এর কাজে কিছুটা বিলম্ব হয়েছে। গেল বছরের ১৭ সেপ্টেম্বর সুনামগঞ্জের সকল সংসদ সদস্যগণ একসঙ্গে এসে বিশ^ বিদ্যালয়ের স্থানের জন্য জমি নির্ধারণ করেন।
এর আগে ১৫ জুন, ২০২২’এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিয়োগ পান অধ্যাপক মো. আবু নঈম শেখ। অধ্যাপক মো. আবু নঈম শেখ গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) গণিত বিভাগের প্রধান ছিলেন। নিয়োগের দিন থেকে তাঁর মেয়াদ চার বছর। ইতিমধ্যে বিশ^বিদ্যালয়ের অস্থায়ী অফিসও নেওয়া হয়েছে বিশ^ বিদ্যালয় ক্যাম্পাসের আশপাশ এলাকায়। তিনি রাজধানীতে এবং ওখানে দুই স্থানেই অফিস করছেন।
চলতি বছরের জানুয়ারি মাসের শেষের দিকে বিশ^ বিদ্যালয়ের জন্য ২০০ একর জমি অধিগ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠান উপাচার্য। শিক্ষা মন্ত্রণালয় এই মাসের চার তারিখেই বিশ^ বিদ্যালয়ের জন্য ৭৫ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্তের কথা জানায়। সেই অনুযায়ী কাগজপত্র জমা দেবার জন্য উপাচার্যকে চিঠি পাঠায় মন্ত্রণালয়। উপাচার্যের পক্ষ থেকে ইতিমধ্যে জমি’র বিবরণসহ কাগজপত্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।
এদিকে বিশ^ বিদ্যালয় কর্তৃপক্ষ ইউজিসি’র কাছে চলতি সেশনেই (২০২২-২৩ সেশনেই) চারটি বিষয়ে পাঠদান শুরু করার জন্য অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছে।
চিঠিতে দুটি অনুষদের মধ্যে বিজ্ঞান অনুষদে গণিত, পদার্থ ও রসায়ন এবং প্রকৌশল অনুষদে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রত্যেক বিভাগে ৩০ জন করে ১২০ জন শিক্ষার্থী ভর্তির অনুমতি চাওয়া হয়েছে। ইউজিসির অনুমতি পেলেই ছাত্রভর্তি ও পাঠদানের শুভারম্ভ হবে।
আপাতত শিক্ষার্থীদের পাঠদানের জন্য ক্যম্পাস হিসাবে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনগুলোকে কাজে লাগানোর চিন্তা করা হচ্ছে। এক্ষেত্রে ওখানে বর্তমানে থাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্থানান্তর করা হবে সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ক্যম্পাসের নিজস্ব একাডেমিক ভবনে।
বিশ^ বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু নঈম শেখ জানালেন, এই সপ্তাহেই জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন পাওয়া যেতে পারে। এরপরই জেলা প্রশাসকের কাছে জমি অধিগ্রহণ করে দেবার জন্য অনুরোধ জানানো হবে। ইউজিসি’র অনুমোদন পেলে ২০২২-২৩ সেশনেই চার বিভাগে ১২০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ শুরু হয়েছে।