চার ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার বেলা ১১টায় পৌর শহরের মুক্তারপাড়া, আলফাত স্কয়ার ও মধ্যবাজারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন। এসময় ক্যাব সভাপতি আব্দুল আওয়াল ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানকালে ৩টি ফলের দোকান এবং ১টি ফার্মেসি কে ৭ হাজার জরিমানা করা হয়।
জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, এখন ফলের সিজন চলছে। তদারকি করে জেনেছি— বিভিন্ন জাতের প্রতি কেজি আম কেনা হচ্ছে ৪০—৫০ টাকা দেও আর বিক্রি হচ্ছে ৮০ টাকা প্রতি কেজি। এছাড়া অনেকেই ভাউচার দেখাতে পারেনি। আমরা এই অভিযান থেকে পাইকারি এবং খুচরা ব্যাবসায়ীদের সতর্ক করে দিয়েছি।
তিনি বলেন, অতিরিক্ত লাভে ফল বিক্রি এবং পাকা ভাউচার না পাওয়ায় ৩ জন ফল ব্যবসায়ী এবং ঔষধের প্যাকেটে নির্ধারিত মূল্য কেটে অতিরিক্ত মূল্য লিখে রাখায় ১ টি ফার্মেসি কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।