চিত্রাংকনে জেলা পর্যায়ে প্রথম ধর্মপাশার পরিণীতা সরকার

ধর্মপাশা প্রতিনিধি
জেলা পর্যায়ের চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম হয়েছে ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী পরিণীতা সরকার। রোববার দুপুরে সুনামগঞ্জ রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তঃ প্রাথমিক ক্রীড়া বিদ্যালয় ও সাংস্কৃতিক প্রতিযোগিতার চিত্রাংকন (খ-গ্রুপ) ক্যাটাগরিতে অংশগ্রহণ করে পরিণীতা সরকার এ গৌরব অর্জন করে। পরিণীতা সরকার ধর্মপাশা সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের স্বরূপ সরকার ও পম্পা রাণী সরকার দম্পতির মেয়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার বলেন, ‘এ বিদ্যালয় থেকে জেলা পর্যায়ে এটিই কোনো প্রথম সাফল্য। পরিণীতার সাফল্যে আমরা গর্বিত।’