ধর্মপাশা প্রতিনিধি
জেলা পর্যায়ের চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম হয়েছে ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী পরিণীতা সরকার। রোববার দুপুরে সুনামগঞ্জ রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তঃ প্রাথমিক ক্রীড়া বিদ্যালয় ও সাংস্কৃতিক প্রতিযোগিতার চিত্রাংকন (খ-গ্রুপ) ক্যাটাগরিতে অংশগ্রহণ করে পরিণীতা সরকার এ গৌরব অর্জন করে। পরিণীতা সরকার ধর্মপাশা সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের স্বরূপ সরকার ও পম্পা রাণী সরকার দম্পতির মেয়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার বলেন, ‘এ বিদ্যালয় থেকে জেলা পর্যায়ে এটিই কোনো প্রথম সাফল্য। পরিণীতার সাফল্যে আমরা গর্বিত।’
- মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা
- চিত্রাংকনে জেলা পর্যায়ে প্রথম ধর্মপাশার পরিণীতা সরকার