চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা শিশু একাডেমির সহযোগিতায় এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ৪টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, জেলা গ্রন্থাগারের লাইব্রেরীয়ান পরিমল শর্মা, জেলা হিন্দু ধমীর্য় কল্যাণ ট্রাস্ট্রের সহকারী পরিচালক রবীন আচার্য্য, চিত্রশিল্পী স্বপন চৌধুরী।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক গ্রুপে ১ম হয়েছেন আয়েশা আলী নওমী, ২য় শ্রীমন্ত কৃষ্ণ চক্রবতীর্, ৩য় নির্ঝরা দে বর্ণি।
খ গ্রুপে ১ম হয়েছেন রিতু রাজ দাস, ২য় অহনা জামান রোদেলা, ৩য় সায়নী দাস।
গ গ্রুপে ১ম হয়েছেন চিত্রা গাঙ্গুলী, ২য় প্রীতম দাশ, ৩য় দেব জ্যোতি রায়।
ঘ গ্রুপে ১ম হয়েছেন সুফিয়ান আহমেদ , ২য় মোসা: শিমরান, ৩য় হুর আল জান্নাত।
প্রেসবিজ্ঞপ্তি