স্টাফ রিপোর্টার
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন বলেছেন, সরকার কথায় কথায় সংবিধানের দোহাই দেয়। তাদের সময়কালেই বিচারপতি শাহাবুদ্দিনকে কোন সংবিধানের আওতায় রাষ্ট্রপতি করা হয়েছিল প্রশ্ন রেখে তিনি বললেন, ছলছাতুরি করে এই সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। তাদের দিন শেষ।
তিনি বলেন, ধর্ম থেকে শিশুদের দূরে রাখার অপচেষ্টা চলছে পাঠ্য বইয়ের মাধ্যমে। এই সরকারের বিরুদ্ধে সকলকে রাজপথে নামার আহ্বান জানান তিনি।
শনিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনে জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন চলাকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য নজির হোসেন, জেলা বিএনপির সহসভাপতি নাদীর আহমদ, অ্যাড. মাসুক আলম, আনছার উদ্দিন, অ্যাড. শেরেনুর আলী, শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, জেলা কৃষক দলের আহ্বায়ক আনিছুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামছুজ্জামান প্রমুখ।
এদিকে যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে সুরমা মার্কেটে পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রচার সম্পাদক মহিন খান ময়না, জামাল উদ্দীন, মো. দিলোয়ার, বুরহান উদ্দীন, সাইফুল ইসলাম, রমজান আলী, মিজান, জসিম উদ্দীন, মতিউর রহমান, মো. ছারোয়ার, ওবায়দুল মিয়া, জাকির হোসেন, আলআমিন, রায়হান প্রমুখ।
- ছাতকে বসন্তরাস উৎসবে মানুষের মিলনমেলা
- আ.লীগের শান্তি সমাবেশে বক্তারা/মুক্তিযুদ্ধ বিরোধীদের রুখতে হবে