ছাতক প্রতিনিধি
ছাতকে যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসের প্রথম প্রহরে ছাতক কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানের নেতৃত্বে¡ উপজেলা পরিষদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর নেতৃত্বে ছাতক পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন পুস্পস্তবক অর্পন করে। পরে ইউএনও নুরের জামান চৌধুরীর নেতৃত্বে উপজেলা প্রশাসন, অফিসার ইনচার্জ খান মাঈনুল জাকিরের নেতৃত্বে ছাতক থানা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আবু লেইচ কাহারের নেতৃত্বে উপজেলা জাতীয় পার্টি, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন—অর রশীদের নেতৃত্বে ছাতক প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রাজিব চক্রবত্তীর্র নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রিয় শহিদ মিনারে পুস্পস্তোবক অর্পণ করেন। এছাড়া ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কনকচাঁপা খেলাঘর আসর সহ বিভিন্ন রাজনৈতিক—সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।
সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। ইউএনও নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অমর একুশে স্মৃতিচারণমূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি, ছাতক সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমাজ সেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু বক্কর প্রমুখ। সভা পরিচালনা করেন ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব।
- ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- ত্রয়োদশ বিসিএস ফোরামের পুনর্মিলনী ১৮ই মার্চ