ছাতক প্রতিনিধি
ছাতকে এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সামাজিক ছাত্র সংগঠন চরেরবন্দ স্টুডেন্ট ফোরামের উদ্যোগে রবিবার সকালে শহরের চরেরবন্দ এলাকায় ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
ফোরামের সভাপতি হাসান—উর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হামিদুর রহমান মাছরুরের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর আহমদ জাকির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের অর্থ সম্পাদক রাসেল মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন সংবর্ধিত শিক্ষার্থী মোস্তাকিম আহমদ রাহুল, ইয়াসমিনা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে চরেরবন্দ এলাকার এসএসসিতে কৃতকার্য ২৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক আমীর আলী স্টুডেন্ট ফোরামের সাবেক সভাপতি রিহাত আলম নাঈম, সাবেক প্রকাশনা সম্পাদক সারোয়ার ইসলাম বাবলু সহ কৃতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
- জগন্নাথপুরে যানজট নিরসনে মতবিনিময় সভা
- জেলা-উপজেলায় নার্সদের সেবার মান সন্তোষজনক নয়: স্বাস্থ্যমন্ত্রী