ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা চেয়ারমান ফজলুর রহমান বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়নে প্রবাসীদের অবদান রয়েছে। বর্তমানে বাংলাদেশ হচ্ছে উন্নত বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। দেশের চলমান অভূতপূর্ণ উন্নয়ন প্রচার ও প্রসারে সাংবাদিকরা রাখছেন ইতিবাচক ভূমিকা। সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়েই স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বিভোর দেশরতœ শেখ হাসিনা।
সোমবার দুপুরে ছাতক প্রেসক্লাবে বাংলা কাগজ ও গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে’র সেক্রেটারী এন্ড খান ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান খছরু মোহাম্মদ খান কে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদের সভাপতিত্বে ও সাংবাদিক মাহবুব আলম সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বাংলা কাগজ ও গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে’র সেক্রেটারী এন্ড খান ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান খছরু মোহাম্মদ খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক সরকারী ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, ছাতক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সংবর্ধিত অতিথির স্বজন সুলতান খান, ফাহিম মির্জা, দৈনিক সিলেটর ডাক সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক শাহজাহান চৌধুরী, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, বাংলাটিভি ইউ কে’র সিলেট ব্যুরো আফরোজ খান, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়। সভায় স্বাগত বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের প্রচার সম্পাদক, বাংলা কাগজের উপজেলা প্রতিনিধি তপন জ্যোতি তপু। বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের নির্বাহী সদস্য রাজ উদ্দিন, আইনুল ইসলাম বাবুল, সদস্য আমিনুল ইসলাম আজির, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান জয়, কনকচাঁপা খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন রুবেল, সাংবাদিক আমির আলী, ফয়সল আহমেদ, শংকর দত্ত, উজ্জিবক সুজন তালুকদার, আবু বকর সিদ্দীক চৌধুরী, ব্যবসায়ী আলাল মিয়া প্রমুখ।
- বিশ্বম্ভরপুরে আধুনিক প্রযুক্তির কৃষক প্রশিক্ষণ
- ছাতকে ৪০ বস্তা ভারতীয় চিনি আটক গ্রেফতার ৩