ছাতকে জাতীয় ভোটার দিবসে র‌্যালি ও আলোচনা সভা

ছাতক প্রতিনিধি
৫ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে ছাতকে উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে র‌্যালি শেষে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে এবং ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফায়জুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, ছাতক সরকারি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, শিক্ষক প্রনব দাস মিটু প্রমুখ।
এসময় উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা এখলাছ কোরেশী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পিনাকপানি ভট্টাচার্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মিজানুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা আমিরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, একাডেমিক সুপার ভাইজার সুয়েব আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, শিক্ষক বঙ্কিম আচার্য, আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।