ছাতক প্রতিনিধি
ছাতকে বিভিন্ন আশ্রয় কেন্দ্র সহ পানিবন্দি মানুষের মাঝে পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর উদ্যোগে বন্যা দুর্গত মানুষের মাঝে রান্না করা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে এসপিপিএম উচ্চ বিদ্যালয়, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, কুমনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাশখালা, বৌলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, তাতিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফকিরটিলা, নোয়ারাই সহ পৌরসভার বিভিন্ন এলাকার পানিবন্দি সহশ্রাাধিক পরিবারের মাঝে এসব রান্না করা ও শুকনো খাবার বিতরণ করা হয়। পৌরসভার উদ্যোগে টানা তিনদিন ধরে দূর্গত মানুষের মাঝে খাদ্র সামগ্রি বিতরণকালে পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, হাজী ছালেক মিয়া, শফিকুল হক, হাজী নাজিদুল ইসলাম, রশিদ আহমদ খছরু, পৌর কর্মকর্তা জামাল আহমদ, সাইদ আহমদ, রতন দে, অজিত কুমার দাস, মৃদুল দাস, সুব্রত হালদার, আসাদুজ্জামান রতন, দানিয়া নিজামি জন প্রমুখ উপস্থিত ছিলেন।
- ছাতক-দোয়ারাসহ সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি
- সুনামগঞ্জে নদীর পানি অপরিবর্তিত, জনবসতিতে দুর্ভোগ বেড়েছে