ছাতক প্রতিনিধি
ছাতকে রেলওয়ের মালামালসহ রাহাত (২০) নামের এক চোরকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ধাওয়া করে রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করেন রেলওয়ের অস্থায়ী কর্মচারী (টিএলআর) সফিক মিয়া ও ইকবাল হোসেন। আটক রাহাত মিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ভবানিপুর গ্রামের ইউনুছ মিয়ার পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে সে ছাতক রেলওয়ের উর্ধ্বতন উপ- সহকারী প্রকৌশলী (বি আর) কার্য এর তালাবদ্ধ কার্যালয়ের টিনের চালার ফাঁক করে অফিস কক্ষে ঢুকে। এখান থেকে অফিসের ওয়ারিং করা বৈদ্যুতিক তার খুলে তার চুরি করে নিয়ে যায়। সে ওই তারগুলো স্থানীয় একটি ভাঙারি দোকানে বিক্রি করে দেয়। সন্ধ্যায় সে আবারো ওই কার্যালয়ে গিয়ে আগের জমা রাখা এ্যাঙ্গেলসহ মালামাল নিয়ে পালাবার সময় তাকে ধাওয়া করে ষ্টেশন এলাকা থেকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে একটি বড় আকারের স্লাইরেন্স ও একটি প্লাস উদ্ধার করা হয়েছে। পরে আটক রাহাতের কথামত ভাঙ্গারী দোকান থেকে বিক্রিত বৈদ্যুতিক তার উদ্ধার করা হয় রেলওয়ে কর্তৃপক্ষ। রাতে চোরাই মালামালসহ আটক চোর রাহাত মিয়া কে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ছাতক রেলওয়ের প্রধান সহকারী সুরঞ্জন দাস জানান, এ ঘটনায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে তিনি বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন।
- ছাতকে বোরো ধান সংগ্রহ শুরু
- বইয়ের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করতে হবে