ছাতক প্রতিনিধি
ছাতকে সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে আরো একজনের মৃত্যু ঘটেছে। শনিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়া আহত আব্দুস ছালাম(২৫) নামের এক সিএনজি যাত্রীর মৃত্যু ঘটে। এ নিয়ে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ জনে। শনিবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ সাদা ব্রীজ সংলগ্ন দিঘলী-চাকলপাড়া এলাকায় একটি বেপরোয়া গতির ট্রাক সিএনজি ও অটো রিক্সাকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত সিএনজি যাত্রী আব্দুস ছালাম জামালগঞ্জ উপজেলার মৌলীনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এর আগে সিএনজি যাত্রী মোতালিব মিয়া, মোক্তার হোসেন, শফিকুল ইসলাম ও ব্যাটারী অটো-রিক্সা যাত্রী মুজাম্মেল হোসেনের মৃত্যু ঘটে। হাইওয়ে পুলিশের এএসআই শরীফ আব্দুস ছালামের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
- ৭ম বর্ষশুরু আজ- পাঠকদের অবিরল আশীর্বাদ চাই
- বিশ্বম্ভরপুরে নৌকাবাইচ