ছাতক এসপিপিএম হাইসকুলের সভাপতি শাহীন আহমদ চৌধুরী

ছাতক প্রতিনিধি
ছাতকস্থ সিলেট পাল্প এন্ড পেপার মিল (এসপিপিএম) উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে শাহীন আহমদ চৌধুরীকে অনুমোদন দেয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারি সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক মঈনুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে শাহীন আহমদ চৌধুরীকে সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব করে ৪ সদস্য বিশিষ্ট এসপিপিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অনুমোদন দেয়া হয়। সভাপতি পদে শাহীন আহমদ চৌধুরী শিক্ষাবোর্ড কতৃর্ক মনোনীত হন। আগামী ৬ মাসের মধ্যে একটি নিয়মিত পরিচালনা কমিটির গঠনের কথা বলা হয়েছে চিঠিতে। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটি বিধিমালা ২০০৯ এর ৩৯(৫) ধারা অনুযায়ী এ কমিটি অনুমোদন দেয়া হয়।