ছাতক প্রতিনিধি
ছাতকে শিশু-কিশোর সংগঠন কনকচাঁপা খেলাঘর আসরে একটি অত্যাধুনিক সাউন্ড বক্স প্রদান করেছেন উপজেলা নিবাহী কর্মকর্তা মামুনুর রহমান। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ সাউন্ড বক্সটি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক বিজয় রায়ের হাতে তুলে দেন তিনি। গত ৮ এপিল ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান একটি সাউন্ড বক্স ও শিশুরা বসার জন্য একটি মাদুর দেয়ার কথা ঘোষণা করে ছিলেন। শিশুদের সাংস্কৃতিক চর্চা করার সুবিধার জন্য রবিবার অত্যাধুনিক এ সাউন্ড বক্সটি প্রদান করেন তিনি। এসময় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংবাদিক মাহবুব আলম, উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক ও কনকচাঁপা খেলাঘর আসরের সংগিত শিক্ষক অজিত কুমার দাস, কনকচাঁপা খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন, ফটো সাংবাদিক আমির আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
- ছাতকে আনসার ও ভিডিপি উপজেলা সমাবেশ অনুষ্ঠিত
- ডুবন্ত বাঁধ পদ্ধতি নয়, বন্যা নিয়ন্ত্রণের যুগে প্রবেশের সময় এখন