ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

ছাতক প্রতিনিধি
ছাতকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রাচীনতম ব্যবসায়ী সংগঠন ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন শেষে বুধবার সকালে শহরের এসএম চৌধুরী কমপ্লেক্সের সমিতির কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক সামছু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী আবুল হায়াত, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসান, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ব্যবসায়ী ইসতিয়াক রহমান তানভির, ব্যবসায়ী এরশাদ আলী, এখলাছ খান, ইঞ্জিন নৌকা মালিক সমবায় সমিতির সভাপতি নজরুল চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস শহিদ, উপজেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রজত কান্তি দাস, আওয়ামীলীগ নেতা সাব্বির আহমদ, ব্যবসায়ী আব্দুল আজিজ সুজন, জামিল আহমদ, জসিম উদ্দিন সালমান, হোসেন আহমদ প্রমুখ।
সভায় নতুন কমিটির নাম আনুষ্ঠানিক ঘোষণা করেন উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা কামাল উদ্দিন। সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক সামছু মিয়াকে সভাপতি, আমির আলীকে সাধারণ সম্পাদক ও বাদশা মিয়াকে কোষাধ্যক্ষ করে ৩ বছর মেয়াদী ১২ সদস্য বিশিষ্ট ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির নব নির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য হলেন সহ সভাপতি কাজী আনোয়ার মিয়া আনু, সদস্য বুলবুল আহমদ, আব্দুল মজিদ, আলমগীর হোসেন, জামাল উদ্দিন, কবির আহমদ, বাদশা মিয়া, হোসেন আহমদ ও জসিম উদ্দিন সালমান।
এসময় ব্যবসায়ী কয়েছ আহমদ, ইউসূফ আলী, সাধু মিয়া, আলী আকবর, কাচা মিয়া, শাহ বুরহান উদ্দিন, নুরুল আমিন, বুরহান উদ্দিন, আজির উদ্দিন, মঈন উদ্দিন, জাহিদ হাসান, শাহ আলম, আব্দুরর্ উফ, আব্দুস শহিদ, আনসার আলী, জয়নাল আবেদীনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।