ছাতক প্রতিনিধি
ছাতক শহরকে যানজট মুক্তকরণের লক্ষ্যে সিএনজি চালিত অটোরিক্সা ও ব্যাটারী চালিত অটোরিক্সা নিয়ন্ত্রনে ২য় দফা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে পৌরসভার সম্মেলন কক্ষে পৌরসভার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সিএনজি ও ইজিবাইক মালিক সমিতি এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে এই সভা অনুষ্ঠিত হয়।
এর আগে একই বিষয়ে ৭ মে প্রথম দফা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অ্যাড. পীযুষ কান্তি ভট্টাচার্য, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, বিশিষ্ট রাজনীতিবিদ জয়নাল আবেদীন তালুকদার, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, বিশিষ্ট রাজনীতিবিদ শামছ’র রহমান শামছু, ছাতক মধ্যবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইলিয়াছ মিয়া চৌধুরী, ব্যবসায়ী আবুল হায়াত, নুরু মিয়া তালুকদার, রবীন্দ্র কুমার দাস, সালেহ আহমদ, মহন্ত কুমার রায়, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, সাবেক কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, সুদীপ দে, সামছু মিয়া, অটো টেম্পু-অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলু মিয়া, ব্যবসায়ী আখলুছ মিয়া, শাহ ফারুক মিয়া, আব্দুস ছাত্তার, তজম্মুল আলী প্রমুখ।
সভায় শহরের যানজট নিরসনে শহরের অভ্যন্তরে ব্যাটারী চালিত অটো রিক্সা ও সিএনজি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া শহরের প্রতিটি দোকানের সামনে ভাসমান দোকান উচ্ছেদ জন্য এবং নির্ধারিত স্ট্যান্ড ছাড়া শহরের অভ্যন্তরে যেখানে-সেখানে সিএনজি ও ইজিবাইক রেখে যাত্রী উঠা-নামা, চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুধুমাত্র পৌরসভা কর্তৃক লাইসেন্স প্রাপ্ত ইজিবাইক নির্ধারিত স্ট্যান্ড থেকে নিজ-নিজ গন্তব্যে চলাচল করতে পারবে। বিষয়টি মাইকযোগে প্রচার করার পর থেকে কার্যকর হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
সভায় ব্যবসায়ী বালু ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল মিয়া, ব্যবসায়ী ছালিক মিয়া তারুকদার, আখলুছ মিয়া তালুকদার, বাবুল পাল, আব্দুল মুকিত তালুকদার, মাওলানা আবুল কালাম, আব্দুল মোমিন, শাহ বাহারুল হক, হবিবুল হক, আব্দুর রশিদ, সত্য রঞ্জন ঘোষ, আব্দুল আহাদ রাজু, উবায়দুল হক, চন্দন বাউল, আলমগীর, এএইচ শামীম, আজিজুল হক, রুকন আহমদ, বদরুজ্জামান সহ নাগরীকবৃন্দ উপস্থিত ছিলেন।
- বাউল মকরম আলী শাহ’র জীবনাবসান/ তাঁর কর্ম ও জীবনের প্রতি আমাদের গভীর অনুরক্তি
- বিপন্ন প্রাণী তক্ষক উদ্ধার