জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরসভার হবিবপুরের সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের যাত্রা শুরু হয়েছে। ‘আর নয় মুখস্থ বিদ্যা, হাতে কলমে ইংলিশ শিক্ষা’ শ্লোগানকে সামনে রেখে ফ্রি ইংলিশ কোর্স শনিবার থেকে চালু হয়েছে।
এ উপলক্ষে দুপুরে ক্লাবের উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নোমান আহমদের পরিচালনায় উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এলাকার জিলু মিয়া, কবি দিলদার হোসেন দিলু, অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কাসেম, স্থানীয় কাউন্সিলর কামাল হোসেন, কবির মিয়া প্রমুখ।
প্রসঙ্গত, সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, হবিবপুরের বাসিন্দা সাবেক ব্রিটিশ ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ তালুকদারের অর্থায়নে সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব চালু হয়।
- জগন্নাথপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
- আওয়ামী লীগ-বিএনপি’র মধ্যে কোন তুলনা হতে পারে না : প্রধানমন্ত্রী