জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে এবার এইচএসসি ও আলিম পরীক্ষায় পাসের হারে এগিয়ে মাদ্রাসা এবং জিপিএ—৫ বেশি পেয়েছেন কলেজ শিক্ষার্থীরা।
বুধবার এইচএসসি ও আলিম পরীক্ষার প্রকাশিত ফলাফল থেকে জানা গেছে, জগন্নাথপুর উপজেলায় এবছর এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ২৩ জন ও আলিম পরিক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১১জন। এইচএসসি’তে পাসের হার ৮০.৪৪ শতাংশ এবং আলিমে ৯০.৬৫ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এইচএসসিতে এ উপজেলার মোট ১০টি কলেজের ১৩৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ১০৯৪ জন। জিপিএ ৫ পেয়েছে ২৩ জন। এরমধ্যে জগন্নাথপুর ডিগ্রি কলেজে ৫ জন, শাহাজালাল মহাবিদ্যালয়ে ৭ জন, রানীগঞ্জ কলেজে ১ জন, ষড়পল্লী স্কুল এন্ড কলেজে ৫ জন, শ্রীরামসী হাইস্কুল এন্ড কলেজে ১ জন, চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজে ২ জন ও পাটলী উইমেন্স কলেজের ২ জন জিপিএ ৫ পেয়েছে।
এদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ৭টি মাদ্রাসার ২৭৮ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য ২৫২ জন। অকৃতকার্য হয়েছে ২৬ জন। এতে পাশের হার ৯০.৬৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১১ জন। এরমধ্যে সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া আলিম মাদ্রাসায় ৭ জন, রসুলগঞ্জ জামেয়া আলিম মাদ্রাসায় ১ জন ও আলজান্নাত ইসলামিক এডুকেশনের ৩ জিপিএ ৫ পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মোখলেছুর রহমান।
- সালেহা বেগম
- জগন্নাথপুরে শিক্ষার্থীদের মধ্যে পাগড়ী বিতরণ