জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার হাওরাঞ্চলের চারটি ইউনিয়নের জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করতে চায় এনজিও সংস্থা ফ্রেন্ডশীপ। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় ও এনজিও সংস্থা ফ্রেন্ডশীপ এর আয়োজনে প্রজেক্ট লাঞ্চিং মিটিং শিরোনামে স্বাস্থ্য বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূধন ধর এর সভাপতিত্বে ও ফ্রেন্ডশীপের কর্মকর্তা আব্দুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের লাইন ডাইরেক্টর ডা. নুরুল নাহার বেগম। বিশেষ অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ইউনিকের পরিকল্পনা প্রধানের সহকারি ডা. মতিউর রহমান, ফ্রেডশীপের সিনিয়র পরিচালক ডা. কাজী গোলাম রসুল, উপ-পরিচালক ডা. এ,টি,এম সানাউল বাশার, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হোসেন লালন, জন্নাথপুরের ইউএনও সাজেদুল ইসলাম, সুনামগঞ্জের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক বিকাশ ডাঃ বিকাশ চন্দ্র দাশ, ফ্রেন্ডশীল হেলথ টিমের ডা. মোহাম্মদ আশিকুল্লাহ সৈয়দ, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু সাংবাদিক আব্দুস হাই প্রমুখ।
সভায় জানানো হয়, জগন্নাথপুরের হাওরাঞ্চল চারটি ইউনিয়নে স্বাস্থ্্য সুরক্ষায় ফ্রেন্ডশীল হেলথ টিম কাজ করতে উদ্যোগ গ্রহণ করেছে। ইউনিয়নগুলো হচ্ছে চিলাউড়া হলদিপুর, রানীগঞ্জ, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়ন। এসব ইউনিয়নের ১ লাখ ৬০ হাজার জনসাধারণের স্বাস্থ্য সেবার আওতায় আনা হবে। এরমধ্যে বিশেষ গুরুত্ব দিয়ে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নানামূনক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্ষা মৌসুমী একটি জাহাজ ক্লিনিক তৈরী করে ভাসমান চিকিৎসারও পরিকল্পনা রয়েছে বলে আয়োজকরা জানান।
- ধর্মপাশায় আ.লীগের সদস্য সংগ্রহের উদ্বোধন
- জামালগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণের সনদ ও ভাতা বিতরণ