জগন্নাথপুরে জাতীয় ভোটার দিবস পালন

জগন্নাথপুর অফিস
‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিবো যোগ্যজনে’’ প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকতার্ সাজেদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মোখলেছুর রহমান, প্রেসক্লাব সভাপতি শংকর রায়।
এরআগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে থেকে র‌্যালি হয়ে হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর তাপস রঞ্জন তালুকদার, ডাটা এন্ট্রি অপারেটর আতিকুল ইসলাম, স্ক্যানিং অপারেটর রাজন দাশ, অফিস সহায়ক মো. নাজির আহমদ প্রমুখ।